সাকিব আ. লীগের মনোনয়ন কিনলেন ৩ আসনের জন্য

 


বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বিক্রির প্রথম দিনেই তিনটি আসন থেকে দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।

আওয়ামী লীগের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে, সাকিব মাগুরা-১, মাগুরা-২ এবং ঢাকা- ১০ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সূত্রটি জানায়, সাকিব আল হাসানের পক্ষে তার একজন প্রতিনিধি মনোনয়ন ফরমগুলো সংগ্রহ করেন।

এর আগে ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নির্বাচনে লড়াই করে নড়াইল-২ (লোহাগড়া-সদরের একাংশ) আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল মাশরাফি বিন মর্তুজা। সেই বছরই নির্বাচনে অংশ নেয়ার কথা ছিল সাকিবেরও। কিন্তু এবারের নির্বাচনে তিনি মনোনয়ন কিনেছেন বলে সূত্রের দাবি।

No comments

বাংলাদেশের বিস্ময় সজীব ওয়াজেদ জয়

  ১৯৭১ সালের ২৭ জুলাই , যখন জাতির পিতা কারাগারে , শেখ কামাল যুদ্ধে অংশগ্রহন করার জন্য বাড়ি ছেড়েছেন , শেখ পরিবারের অন্যনারাও ...

Powered by Blogger.