‘আমার ক্যারিয়ারে কোন কাজ এতদিন আটকে থাকেনি’


 

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেল ৩টায় দেশি ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি।


নিশো-মেহজাবীন ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইস্পাহানি মির্জাপুর টি লি. এর মহাব্যবস্থাপক ওমর হান্নান, নির্মাতা শিহাব শাহীন, আইস্ক্রিনের প্রকল্প পরিচালক ও চিত্রনায়ক রিয়াজসহ ফিল্মের কলাকুশলীরা।

এসময় মেহজাবীন চৌধুরী বলেন, ‘আমার ক্যারিয়ারে কোনও কাজ এত দীর্ঘ দিন ধরে আটকে থাকেনি, এটা যত দিন আটকে ছিল। ২০২১- আমি খুব চাচ্ছিলাম একটা ব্যতিক্রম কাজ করতে। কিন্তু গল্প পাচ্ছিলাম না। একটা সময় এই গল্পটা পাই। এখানে আমার যে ক্যারেক্টার, ও ছোটবেলা থেকে বড় হয় স্কুল-কলেজ পেরিয়ে সংসার শুরু করে, পুরো জার্নিতে ওর একটাই ইচ্ছা ছিল, কক্সবাজার যাবে। তো শুটিংয়ে প্রথম সমস্যাটা আমিই করি। আমার চোখে সমস্যা দেখা দেয়। তারপরও আমরা চাচ্ছিলাম কাজটা করি। কিন্তু ডাক্তারের পরামর্শে আর শুটিং চালিয়ে যেতে পারিনি। এরপর ব্রেকের পর পর ব্রেক হতেই থাকলো। মনে হচ্ছিল, এত সুন্দর একটা গল্প দর্শককে দিতে চাচ্ছি, এত বাধা আসছে কেন। অবশেষে গত আগস্টে কাজটা শেষ হয়েছে। এখন সবার জন্য মুক্তি পাচ্ছে।’

No comments

বাংলাদেশের বিস্ময় সজীব ওয়াজেদ জয়

  ১৯৭১ সালের ২৭ জুলাই , যখন জাতির পিতা কারাগারে , শেখ কামাল যুদ্ধে অংশগ্রহন করার জন্য বাড়ি ছেড়েছেন , শেখ পরিবারের অন্যনারাও ...

Powered by Blogger.